রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর থেকে ৫ টি গরু চুরি

doinikjamalpurbarta

নান্দিনা প্রতিনিধি : দড়িহামিদপুর এক কৃষকের আনুমানিক প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বৃহস্পতিবার গতরাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর গ্রামের বজলু খানের ছেলে মানিক মিয়ার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। মানিক মিয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

গরুর মালিক মানিক মিয়া জানান, প্রতিদিনের মত গত রাতে ১২ টার পর যখন তিনি গোয়াল ঘরে থাকার জন্য ঘরের দিকে যান তখন ঘরের তালা ভাঙ্গা দেখতে পান। গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৩টি ষাঁড় , ১টি গাভি এবং ১ টি ষাঁড় বাচ্চা গরু নিয়ে যায় চোরেরা। ঘরে প্রবেশ করার পর নিশ্চিত হন গরু চুরি হয়ে গেছে।

মালিক আরো জানান, গরু চোরেরা আমার বাড়ী থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নান্দিনা- ধনবাড়ী রোডে চকবেলতৈল পলাশতলার মাঝামাঝি জন বিচ্ছিন্ন স্থান দিয়ে গরু গুলো পিকআপে তোলে নিয়ে যাওয়া হয়। গরুর পায়ের ছাপ দেখে নিশ্চিত হয়েছেন কৃষক।

এদিকে সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিগত প্রায় ১মাসে একাধিক চুরির ঘটনায় কৃষকদের ১০ টির অধিক গরু চুরি হয়েছে বলে জানা গেছে।

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ