বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা: আজ বাংলা কার্তিক মাসের শেষ দিন। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত। কালের পরিক্রমা ও তথাকথিত আধুনিকতার ছোয়ায় অনেক গ্রামীণ উৎসবের মধ্যে সেই মশাল উৎসব ও আজ বিলুপ্তপ্রায়।

প্রতি বছরে এখনো অনেক গ্রামের শিশু-কিশোর ও যুবকরা সন্ধ্যার পর এই মশাল উৎসবে মেতে উঠে।প্রাচীন কাল থেকে এই উৎসবটি পালন করে আসছে । ছোট বেলায় কার্তিক মাসের ৩০ তারিখে সন্ধ্যায় সবার সাথে বাশের মাথায় খড় দিয়ে বোঝা বেধে ভোলা বানাতাম , তারপর মশালের মত আগুন জালিয়ে মাঠের দিকে দৌড়। ( হৈ চৈ চিৎকার করে বলা হয় কার্তিক গেল আগুন (অগ্রহায়ণ) এলো পুটি মাছ দোয়ারে পড়লো)।

কেন এই উৎসব জানা নেই । তবে মানুষের মুখে মুখে শুনা যায় বাঙালির কল্যান , বিভিন্ন রোগ বালাই ও অশুভ শক্তিকে দুর করতেই এই উৎসব।

আধুনিক এই সময়ে প্রাচীন এই উৎসবকে টিকিয়ে রাখতে হলে প্রতিটি গ্রামেই এই দিনে আমাদের যথাযথ ব্যবস্থার মাধ্যমে উৎসব পালন করা যেতে পারে।এতে কিছুটা হলেও বর্তমান সময়ের অনেকে প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন।

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ