বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ছাত্রদলের মানববন্ধন
ইমরান সরকার, বকশীগঞ্জ প্রতিনিধি
সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কে.ইউ কলেজ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রদল নেতৃবৃন্দের প্রতিবাদ
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সৌরভ, মাহমুদুল হাসান, মঈন সরদার এবং শিক্ষার্থী সুমনা আক্তার।
বক্তারা নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিশেষ করে সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার নৃশংস ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা
ছাত্রদল নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন। তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের আহ্বান জানান।
সরকারের প্রতি আহ্বান
মানববন্ধনে উপস্থিত নেতারা বলেন, নারীদের প্রতি সহিংসতা, অনলাইন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করাই একমাত্র সমাধান।
এই মানববন্ধনের মাধ্যমে বকশীগঞ্জ ছাত্রদল নারীদের অধিকার রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়।