বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

doinikjamalpurbarta

দুর্যোগ

বকশীগঞ্জ প্রতিনিধি

“দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হাসেন আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফাতিউল ইসলাম বাবু, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত বক্তারা দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব ও এর কার্যকরী দিক নিয়ে আলোচনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ