বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলে বৃদ্ধের

doinikjamalpurbarta

ইমরান সরকার বকশীগঞ্জ প্রতিনিধ : জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বিচ্চু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) বিকাল সাড়ে ৫ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের বার্ত্তী গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিচ্চু মিয়া বিকালে বাজার করার জন্য স্থানীয় কামালের বার্ত্তী বাজারে যায়। বাজারের কাজ শেষে নিজ বাড়িতে হেঁটে যাওয়ার সময় বালুরগ্রাম রাস্তায় একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়।

এসময় বিচ্চু মিয়া গুরুতর আহত হলে
স্থানীয়রা আহত বিচ্চু মিয়াকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিচ্চ ুমিয়াকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ