জামালপুরে সাবেক রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে হয়রানিকারীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক, জামালপুরের মেলান্দহে সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের আত্মীয় পরিচয়ে গ্রামের নিরিহ মানুষকে হয়রানিকারী নূর-ই-জাহিদ পিংকনের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে স্থানীয় খাসিমারা গ্রামে এই সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একাধিক পরিবার।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মো. শহীদুল্লাহ, নুরুল ইসলাম, মো. আসাদুল্লাহ, শফিকুল ইসলাম, ইদ্রিস আলি, রফিকুল ইসলাম ও কালাম।

তাদের অভিযোগ, খাসিমারা গ্রামের মৃত আমজাদ হোসেন সরকারের পুত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর ই জাহিদ
পিংকন ক্ষমতার অপব্যবহার করে গ্রামের নিরিহ মানুষের জমি জবর দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তদন্ত সাপেক্ষে নূর ই জাহিদ পিংকনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

এ ব্যাপারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদ পিংকন মুঠোফোনে বলেন, সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ তাঁর কোনো আত্মীয় না। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও দাবি করেন।

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ