অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তা-র সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান রিয়াদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগীরা।
জানা গেছে, সোমবার রাতে ফোনে সম্পাদক রিয়াদ ও তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রিয়াদ জামালপুর সদর থানায় ছাত্রলীগ নেতা পূর্ণ ও তার প্রতিনিধি আহসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সূত্র মতে, ছাত্রলীগ নেতা পূর্ণ একজন ধর্ষণ মামলার অভিযুক্ত। ওই অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে পূর্ণর প্রতিনিধি আহসান ফোনে সম্পাদক রিয়াদকে প্রাণনাশ ও পরিবারের ক্ষতির হুমকি দেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ বলেন, “আমি জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”