জামালপুরে তাবলীগী জামাত ও তওহিদী জনতার বিক্ষোভ র‍্যালি ও মানববন্ধন।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক,দৈনিক জামালপুর বার্তা: টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ ডিসেম্বর রোজ শনিবার সকাল১০ ঘটিকায় জামালগঞ্জস্থ ফৌজদারি মোড়ে আহবায়ক তাবলীগী জামাত ও তৌহিদী জনতার জামালপুর জেলা মুফতী শামসুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাবলীগী জামাত ও তৌহিদী জনতার জামালপুর জেলা’র সাধারন সম্পাদক মুফতি মনিরুল ইসলাস,মুফতি আবদুল্লাহ, মাওলানা, মাসুদ হোসাইন,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা আমানুল্লাহ কাশেমি সাহেব,মাওলানা মুহাম্মদ আলী খান,মুফতি সুলািমান খান,মাওলানা আবুল কাশেম,মাওলানা আবদুল আলিম,হাফেজ শহীদুল্লাহ সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারিনা।

টঙ্গীর ইজতেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ এর কাছে স্মারক লিপি হস্তান্তর করেন তাবলীগী জামাত ও তৌহিদী জনতার জামালপুর জেলা কমিটি।

 

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ