জামালপুরে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদিনব্যাপি প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলবে বলে জানা যায়।

সেখানে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন নববর্ষের প্রকাশনা, স্টিকার, ক্যালেন্ডার, বাচ্চাদের বই, বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান এবং ইসলামিক বই বিক্রি করা হচ্ছে। এছাড়াও সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেখানে তাঁরা ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, ব্লাড প্রেসার ও ফ্রি ঔষধ পাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্প এবং প্রকাশনা উৎসব ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়াও সেখানে ছাত্রশিবিরের বিভিন্ন নববর্ষের প্রকাশনা, স্টিকার, ক্যালেন্ডারসহ বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান ও ইসলামিক বই বিক্রি করা হচ্ছে।

পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এ বিষয়ে শাখা শিবিরের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমরা শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের ম্যাসেজ পৌঁছে দিতে পারছি। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়ত ইসলামী মোমেনশাহী অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, ‘ইসলামি ছাত্রশিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠন। তাদের ইতিবাচক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে সারা ফেলেছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, ‘ইসলামি ছাত্রশিবিরের এটা একটি চমৎকার উদ্যোগ। আশাকরি তারা এ কার্যক্রম প্রতিবছরই চালিয়ে যাবে।

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ