জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

doinikjamalpurbarta

শিক্ষক

সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রওদাতুল আতফাল মাদ্রাসার সহকারী শিক্ষক বজলুর রহমান (৩০)-কে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামে অবস্থিত ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রওদাতুল আতফাল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে একাধিকবার বলাৎকার করেন শিক্ষক বজলুর রহমান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ

এক ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, তার ১০ বছরের সন্তান গত দুই মাস ধরে নির্যাতনের শিকার হচ্ছিল, কিন্তু ভয়ে এতদিন কিছু বলেনি। আজ সে সাহস করে ঘটনা প্রকাশ করার পর শিশুটিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্য এক নির্যাতিত শিশুর মা জানান, তার ৯ বছরের ছেলেও গত চার মাস ধরে একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশের বক্তব্য

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

SHARES

Picture of Prabhatitelevision

Prabhatitelevision

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ